শ্যামলবাংলা স্পোর্টস : বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ১৪ সেপ্টেম্বর শনিবার হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার স্পট ফিক্সিংয়ের কলঙ্ক মাথায় নিয়ে সাময়িক সময়ের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ আছেন। তার বিরুদ্ধে ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের যেসব অভিযোগ এসেছে তা আশরাফুল নিজে থেকেই স্বীকার করেছেন। আশরাফুল জানান, আত্মশুদ্ধি নয়, অনেক দিনের পরিকল্পনা ছিলো হজে যাবার। জাতীয় দল ও ঘরোয়া লীগের ব্যস্ত সময়সূচির কারণে হজে যাওয়া হয়নি। ক্রিকেট থেকে সাময়িকভাবে দূরে আছেন তিনি। এটাই উপযুক্ত সময় হজে যাবার।
এদিকে গাজীপুরের ইংলিশ মিডিয়াম স্কুল প্লেজ হারবার অ্যান্ড স্পোর্টস এ্যাকাডেমি আশরাফুলকে কোচ হিসেবে নিয়োগ দেবার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন তিনি।
