শ্যামলবাংলা ডেস্ক : নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বহুলআলোচিত হলর্মাক কলেঙ্কোররি ১১ মামলার তদন্ত প্রতিবেদন পেশ করা হয়েছে। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার মহাপরচিালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত) জিয়াউদ্দিন আহমেদের কাছে ওই প্রতিবেদন কমিশনে পেশ করা হয়।
প্রায় একবছর তদন্ত শেষে কেলেঙ্কারীর নেপথ্য হোতাদের নাম তালিকায় অর্ন্তভূক্ত করতে পারেনি র্দুনীতি দমন কমিশন (দুদক)। কমিশন সভায় প্রতিবেদন নিয়ে আলোচনা শেষে দুদক জানায় বিচারিক কাজ শুরুর লক্ষ্যে কমিশনের অনুমোদনক্রমে ১১ মামলার তদন্ত রিপোর্ট শিগ্রই আদালতে পেশকরা হবে।
