স্টাফ রিপোর্টার : শেরপুরে ৮ম বারের মতো শহীদ কামাল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ টূর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বাস কোচ মালিক সমিতির সভাপতি ছানোয়ার হোসেন ছানু । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফুটবল পরিষদের সাধারণ সম্পাদক মানিক দত্ত ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাকিম বাবুল।

উদ্বোধনী খেলায় শেরপুর সদরের অ্যাকটিভ ক্লাব ২-১ গোলে জামালপুরের ইসলামপুর সদর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়। অ্যাকটিভ ক্লাবের পক্ষে রাজিব ২টি এবং ইসলামপুর সদর স্পোর্টিং ক্লাবের পক্ষে আফছর ১টি গোল করেন। নক অউট পদ্ধতির এই টুণামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে।
