শ্যামলবাংলা ডেস্ক : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন বার্ধক্য জনিত কারনে ১২ সেপ্টেম্বর দিবাগতরাত ২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি —- রাজিউন ) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যূকালে তিনি চার ছেলে ও এক মেয়ে অসংখ্যভক্ত, গুণগ্রাহী রেখে যান।
আনোয়ার হোসেন ১৯৩১ সালের ৬ নভেম্বর জামালপুরে জন্মগ্রহণ করেন। ১৯৫১ সালে জামালপুর স্কুল থেকে মেট্রিক ও ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে এইচএচসি পাশ করেন। এরপর ৫৭ তে চলে আসেন ঢাকায়।
চলচ্চিত্রে যাত্রাশুরু ১৯৫১ সালে আশকার ইবনে শাইখের ‘পদপে’ ছবি দিয়ে।
এই গুনী অভিনেতা ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান। নবাব সিরাজউদ্দৌলা ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে তিনি বাংলার মুকুটহীন সম্রাটের উপাধি পেয়েছিলেন । তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
