শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেমের কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যা মামলার রায় রিভিশন ট্রায়াল বা পুনর্বিচারের সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ। ১৩ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কশ শরণ ওই কথা জানান।
জানাগেছে, ঢাকা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠক বসছে আগামীকাল । বৈঠকে যোগদিতে আগামীকাল প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন বিএসএফ মহাপরিচালক সুভাষ যোশি। তার এ সফরের একদিন আগে ওই সিদ্ধান্তের কথা জানানো হলো।
ফেলানি হত্যা মামলার রায় ঘোষণার পর সারাদেশে বিক্ষুব্ধ প্রতিক্রিয়ার ঝড় উঠে, দেশের অনেক জায়গায় প্রতিবাদ, মানব বন্ধনসহ ফেলানীর বাবা দুদেশের কাছে আনুষ্ঠানিক বিচার প্রাথনা করেছেন।