ঢকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেছেন, আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে সরাতে হবে তানাহলে দেশে কোন নির্বাচনই হবে না। ১৩ সেপ্টেম্বর শুক্রবার নয়া পল্টনে হোটেল ভিক্টরির সম্মেলন কক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ওই কথা বলেন তিনি।

নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন না হলে গণতন্ত্র ও স্বাধীনতা বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে বাদ দিয়ে একতরফা নির্বাচন করতে দেয়া হবে না। দলে ও জোটে ঐক্যের ওপর জোর দিয়ে মির্জা ফখরুল বলেন নির্দলীয় সরকারের দাবির আন্দোলনে সব গণতান্ত্রিক দলকে ঐক্যবদ্ধ করে রাজপথে সংগ্রামে নামতে হবে। এ সময়ে দলের ভেতরে কোনো বিভক্তি রাখা চলবে না। আন্দোলনে সফলতা অর্জনের জন্য ঐক্য গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে মহিলা দলের নেতাদের প্রতিটি মহল্লায় কমিটি গঠন ও জেলায় জেলায় সফর করে সংগঠনকে শক্তিশালী করার পরামর্শ দেন তিনি।
সংগঠনের সভাপতি নুরী আরা সাফা‘র সভাপতিত্বে এবং বিলকিস ইসলামএর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, মহিলা বিষয়ক সম্পাদক খালেদা রাব্বানী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, কেন্দ্রীয় নেতা রাবেয়া সিরাজ, নুরজাহান ইয়াসমীন, নুর জাহান মাহবুব, হালিমা আলী, ইয়াসমীন আরা হক, সুলতানা আহমেদ, লায়লা ইয়াসমীন, ফরিদা ইয়াসমীন, রাশেদা বেগম মুক্তা, নুরুন্নাহার বেগম, সাবিনা ইয়াসমীন, মিলি জাকারিয়া, তাহমিনা শাহিন, নিলুফার ইয়াসমীন প্রমূখ।
