শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিএনপি চলতি অধিবেশন বর্জন করেনি। গণতান্ত্রিকদল হিসেবে বিএনপি সব সময়ই সংসদে যেতে চায়। সরকার সমঝোতার জন্য কোনো পরিবেশ সৃষ্টি করবে কি না, তার ওপর বিএনপি সিদ্ধান্ত নেবে চলতি সংসদে তারা যোগ দেবে কি না।
তিনি ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতীয় প্রেসকাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৬ষ্ঠ কারামুক্তি দিবস উপলে ‘১/১১ এর প্রোপটে আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
এসময় তিনি বলেন, এটাই শেষ সংসদ অধিবেশন এটা ঠিক নয়। সংবিধান অনুযায়ী সংসদ যে কোনো সময় বসতে পারে। কেবল সরকারের মনোভাব উপলব্ধি ও পর্যবেণ করতে বৃহস্পতিবার সংসদ অধিবেশনে যোগ দেয়নি বিএনপি।

বিএনপির এই প্রভাবশালী নেতা সরকারকে উদ্দেশ্যে করে বলেন, যদি আগামী নির্বাচনের সুষ্ঠুু পরিবেশ সৃষ্টি করতে না পারেন, তাহলে সংঘাত ছাড়া অন্য কোনো পথ খোলা থাকবে না। সরকার যদি মনে করে সংবিধান বহাল রেখে নির্বাচন করবে। তবে সে নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেয়া হবে না। সমঝোতা না হলে রাজপথে গণবিস্ফোরণের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদায় করা হবে।
তিনি আসন্ন নির্বাচনের রূপরেখা নিয়ে বলেন, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে কাঠামো আছে তাই রূপরেখা। এই মুহূর্তে প্রধান ইস্যু হচ্ছে নির্বাচনকালীন সরকারে প্রধান উপদেষ্টা কিভাবে, কাকে করা যায়। আর এ ব্যাপারে সরকারকেই উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, সরকার যদি তাদের একগুয়েমি ধরে রাখে তাহলে এবার ২০০৮ সালের বিএনপির চেয়েও আওয়ামী লীগের অবস্থা করুণ হবে।
