স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের ২ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শেরপুরে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা পলিটেকনিকের সামনে শেরপুর-ঢাকা মহাসড়ক কিছুক্ষণ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাসাপ) এর শেরপুর শাখার আয়োজনে পলিটেকনিক চত্বরে সমাবেশ করা হয়। এসময় বক্তব্য রাখেন বাকাসাপ এর কেন্দ্রীয় কমিটি’র নির্বাহী সদস্য মো. আব্বাস আলী, শেরপুর পলিটেকনিক শাখার আহ্বায়ক আনিসুর রহমান আনন্দ, আশরাফুল ইসলাম রনি প্রমূখ। বক্তারা সরকারের প্রতি দ্রুত তাদের দাবি পূরণের আহ্বান জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে আল্টিমেটাম দেওয়া হয়।