স্টাফ রিপোর্টার : গর্ভবতী মহিলাদের আয়রন ও ফলিক অ্যাসিড খাওয়ানোর মাধ্যমে নবজাতকের মৃত্যুরোধ ও অকাল প্রসব কমিয়ে আনতে শেরপুরে এক অ্যাডভোকেসি সভা হয়েছে। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা হাসপাতাল মিলনায়তনে ওই অ্যাডভোকেসি সভার উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. আব্দুস সামাদ।
‘সঞ্জীবন’ বা সুস্থ্য নতুন জীবন শিরোনামে একটি মাঠ গবেষণা কার্যক্রমের আওতায় আইসিডিআরবি এ অ্যাডভোকেসি সভার আয়োজন করে। আইসিডিআরবির ওই গবেষণা কার্যক্রমের সহায়তা করছে অস্ট্রেলিয়ার সিডনী বিশ্ববিদ্যালয় ও বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক।
এতে শেরপুর সদর, নকলা ও নালিতাবাড়ী এ ৩ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কর্মরত বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি, গাইনী ও শিশু বিশেষজ্ঞ এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
