স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদে অনুমোদিত দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা আইন’২০১৩ বাতিলের দাবিতে সারাদেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের তরফ থেকে নানা কর্মসূচি চলছে। ওই কর্মসূচির অংশ হিসেবে ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘর চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৭ সেপ্টেম্বর সকাল-সন্ধ্যা কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅনশন কর্মসূচি পালিত হবে।
এদিকে একই দাবিতে বৃহস্পতিবার দুপুরে সংগঠনের শেরপুর জেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে জেলা প্রশাসকের কাছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের কাছে ওই স্মারকলিপি পেশকালে সংগঠনের সাধারণ সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক কানু চন্দ চন্দ্র, কমল চক্রবর্ত্তী ও মলয় চাকীসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
