শ্যামলবাংলা বিনোদন : বলিউডে পরিণীতা চোপড়ার সাফল্য শতভাগই বলা চলে। এ পর্যন্ত মাত্র ৩টি ছবি মুক্তি পেয়েছে পরিণীতার। সবগুলো ছবিই যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত। আর ওই ৩টি ছবিই ব্যবসাসফল হয়েছে। সর্বশেষ শুদ্ধ দেশি রোমান্স ছবিটি মুক্তি পেয়েছে ৬ সেপ্টেম্বর শুক্রবার এবং এখন পর্যন্ত এ সপ্তাহের সবচেয়ে বেশি আয় করা ছবি এটি। অথচ একই সাথে এই ছবির চেয়েও বড় ছবি ছিল তারই চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়া ও দক্ষিণের সফল নায়ক রামচরণের রিমেক ছবি জঞ্জির। শুধু এক সপ্তাহ নয়, অমিতাভ বচ্চনের ওই ছবির রিমেকটিকে এ বছরের সম্ভাব্য ‘বিগ হিট’ হিসেবেই ভাবা হচ্ছিল। কিন্তু মুক্তির পর দেখা গেল হালকা রোমান্টিক ছবি ‘শুদ্ধ দেশি রোমান্স’ ছবিটির কাছে মার খেয়ে গেল সেটি। ৪ দিনে পরিণীতার ছবি শুদ্ধ দেশি রোমান্স আয় করেছে প্রায় ২৮ কোটি রুপি। অন্যদিকে প্রিয়াঙ্কার জঞ্জির ছবির আয় টেনেটুনে ১২ কোটি রুপি। দু’বোনের লড়াইয়ে আপাতত জিতে গেলেন অপেক্ষাকৃত নবীন এবং বয়সে প্রিয়াঙ্কার চেয়ে ৭ বছরের ছোট পরিণীতা। আর এ টানা সাফল্যে তিনি এখন দারুণ খুশি।
