শ্যামলবাংলা ডেস্ক : বাংলা চলচ্চিত্রের প্রবাদ পুরুষ প্রখ্যাত অভিনেতা আনোয়ার হোসেন এর পাশে দাড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে দেখতে যান প্রধানমন্ত্রী। তিনি অসুস্থ আনোয়ার হোসেনের চিকিৎসার খোজখবর নেন এবং ১০ লাখ টাকার চেক প্রদান করেন।

এসময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন প্রেস সচীব আবুল কালাম আজাদ ও এফডিসির মহাপরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায় ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী আনোয়ার হোসেনের চিকিৎসার ব্যয়ভার বহন করে হাসপাতালে ভর্তির সময় তাকে ৫ লাখ টাকার চেক দিয়েছিলেন।
বাংলার মুকুটহীন নবাবখ্যাত অভিনেতা আনোয়ার হোসেন এ পর্যন্ত পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
