
শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : ‘নারীর অগ্রযাত্রায় ধর্মীয় মূল্যবোধ ও আচার-অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয়, বরং পরিপূরক’ শীর্ষক এক অন্তরঙ্গ সংলাপ অনুষ্ঠান হয়েছে শেরপুরের শ্রীবরদী উপজেলায়। ১১ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নারীদের অংশগ্রহণে উপজেলা বিআরডিবি হলরুম মিলনায়তনে আয়োজিত ‘আপনারা আছেন কেমন?’ উন্মুক্ত সংলাপ অনুষ্ঠানে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আকবর আলী প্রধান অতিথি এবং শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম ফর্সা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার ও বিশিষ্ট নারী উন্নয়ন সংগঠক মিসেস গুলশান আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস লাবিনা আক্তার লিমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস রেহেনা আক্তার খাতুন, শ্রীবরদী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস জীবন নাহার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান, নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মিসেস মিনু আরা বেগম, জেলা আ’লীগ নেতা আব্দুল্লাহ আল সালেহ্, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন, শ্রীবরদী প্রেস ক্লাব সাধারন সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, এনাম ওয়েলফেয়ারের নির্বাহী পরিচালক এনামুল কবির, নারী নেত্রী নিলুফা সুলতানা লিলি প্রমূখ।
