শ্যামলবাংলা ডেস্ক : এবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ। তিনি ১১ সেপ্টেম্বর বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি উভয়ই সংলাপ চায়। তবে সংসদই হচ্ছে আলোচনার উত্তম জায়গা। আগামীকাল সংসদের অধিবেশন বসছে। ওই অধিবেশনে তারা যদি রূপরেখা দেয়, তাহলে সেখানে আলোচনা হবে। এ জন্য আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব। সংসদ অধিবেশন শেষ হওয়ার পরও যদি তারা প্রস্তাব দেয়, তখনও আলোচনা হতে পারে। সেখানেই সমাধান হতে পারে সব বিষয়ের।
‘শেখ হাসিনার অধীনে একতরফা নির্বাচনে যাবে না বিএনপি’ বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার এমন হুঁশিয়ারি প্রসঙ্গে হানিফ বলেন, গত সাড়ে ৪ বছরে বহু হুমকি দেখেছি। হুমকি দিয়ে লাভ নেই। সংবিধান অনুযায়ী সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে। আশা করি, বিএনপি তাতে অংশ নেবে।

হানিফ বাংলাদেশ সীমান্তে ভারতের ড্রোন মোতায়েনের সিদ্ধান্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন, যেকোনো দেশ তার সীমান্ত পর্যবেক্ষণের পদক্ষেপ নিতে পারে। কিন্তু সেটি প্রতিবেশী দেশের জন্য হুমকি হলে তা গ্রহণযোগ্য নয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে ভারতের কাছে ওই বিষয়ে জানতে চেয়েছে। এখন আমরা পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করছি।
