শ্যামলবাংলা ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নুরজাহান বেগম (৩৫) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। ১১ সেপ্টেম্বর বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গোড়াই ইউনিয়নের ধেরুয়া রেলক্রসিং এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত নুরজাহান বেগমের বাড়ি স্থানীয় সোহাগপাড়া গ্রামে।
জানা যায়, গার্মেন্টস থেকে ভোরে বাড়ি ফেরার পথে মহাসড়কের ধেরুয়া রেলক্রসিং এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী একটি ট্রাক নুরজাহানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবাইদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
