শ্যামলবাংলা ডেস্ক : দশম জাতীয় নির্বাচন যাতে স্বচ্ছ ও নিরপে হয় সেজন্য কঠোরভাবে কাজ করছে নির্বাচন কমিশন। ১১ সেপ্টেম্বর বুধবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রবিকউদ্দিন আহমদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন সাহায্যকারী একটি সংস্থা। তারা আমাদের নির্বাচনগুলোতে সাহায্য করে থাকে। পর্যবেক পাঠায়, এবারও তারা বড় একটি পর্যবেক দল পাঠাবে। সেই জন্য তাদের প্রস্তুতি দরকার। এছাড়া দেশি-বিদেশি বিভিন্ন পর্যবেণ দলকে স্বাগত জানানো হবে। এজন্য দেশি-বিদেশি বিভিন্ন প্রতিনিধিদলকে নির্বাচন প্রক্রিয়া পর্যবেণের ব্যবস্থাও রাখা হয়েছে।
সিইসি বলেন, নির্বাচনী সিডিউল সম্পন্ন হলেই নির্বাচনের ৪৫ দিন আগেই তারিখ জানিয়ে দেয়া হবে। তিনি বলেন, আমাদের একটি অবস্থান আছে। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি। আমাদের একটি বড় পর্যবেক দল আছে। তা হচ্ছে গণমাধ্যম। পৃথিবীর কোন সভ্য দেশে এত বেশি গণমাধ্যম নেই। আমাদের দেশের মিডিয়া গত কয়েকটি সিটি নির্বাচনে তাদের দায়িত্ব পালন করেছে।
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তিনি বলেন, জনগণের ভোট আমাদের কাছে একটি আমানত। কে জিতল তা আমদের জন্য বড় বিষয় নয়। সুষ্ঠু নির্বাচন করে আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করাই বড় বিষয়।
