শ্যামলবাংলা ডেস্ক : সিরিয়ার বাশার আল-আসাদের সাথে যুদ্ধ করার জন্য প্রায় ১৩০০ আত্মঘাতীকে পাঠিয়েছে সৌদি আরব। ইউএসএ টুডে ’পত্রিকার বরাত দিয়ে রেডিও রাশিয়ার খবরে প্রকাশ এপ্রিল মাসেই সৌদি আরব মৃত্যুদন্ড প্রাপ্তদের মা করে দেওয়া ও তাদের পরিবারদের মাসিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, যদি তারা তার বিকল্পে সিরিয়ায় যায় যুদ্ধ করতে। জেল থেকে ছাডা পাওয়া ও সিরিয়ায় যুদ্ধ করতে যাওয়া অপরাধীদের মধ্যে আছে আফগানিস্তান,পাকিস্তান,মিশর,ইরাক,সোমালি,কুয়েত ও ইয়েমেনের নাগরিকরাও. ওরা সবাই ধরা পড়েছিল ধর্ষণ, খুন অথবা ড্রাগ-ট্রাফিকিংয়ের অভিযোগে.যাদের মৃত্যুদন্ড দেওয়া হয়েছিল।