ইয়ানুর রহমান, শার্শা (যশোর) : যশোরের শার্শায় বর্জপাতে আব্দুল খালেক (৩৪) নামে এক কৃষক নিহত হয়েছে। সে উপজেলার বেড়ী নারায়নপুর গ্রামের মৃত আসমান হোসেনের ছেলে।
জানা যায়, ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে আব্দুল খালেক মাঠে নিজ ধান ক্ষেতে কাজ করতে যায়। সকাল ১১টার দিকে বৃষ্টিপাত শুরু হলে ওই সময় কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটে। ওইসময় বজ্রপাতের ঘটনায় মাঠেই খালেকের মৃত্যু হয়। কিন্তু মাঠে কোন লোকজন না থাকায় ঘটনাটি জানাজানি হয় সন্ধ্যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে লাগলেও আব্দুল খালেক বাড়িতে না আসায় পরিবারের লোকজন মাঠে গিয়ে তাকে খুঁজতে থাকে। এক পর্য্যায়ে ধান ক্ষেত থেকে আব্দুল খালেকের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে পোড়ার চিহ্ন দেখে গ্রামবাসী নিশ্চিত হয় বজ্রপাতে আব্দুল খালেকের মৃত্যু হয়েছে।
