শ্যামলবাংলা ডেস্ক : মাগুরার শালিখা উপজেলায় পানিতে ডুবে ২ সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার শতখালি গ্রামে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এরা হচ্ছে স্থানীয় প্রবাসী অহিদ শেখের ছেলে কাইজার (৭) ও অমি (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশু দু’টি বৃষ্টির মধ্যে বাড়ির উঠানে খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ পরও তারা ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসমান অবস্থায় তাদের লাশ পাওয়া যায়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।