শ্যামলবাংলা ডেস্ক : এবার বিএনপির বহুল আলোচিত সংরক্ষিত সাংসদ এডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার কুশপুত্তলিকা দাহ করেছে বিএনপিরই মহিলা সংগঠনের নেতাকর্মীরা। বগুড়া জেলা জাতীয়তাবাদী মহিলা দল সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে অশালীন মন্তব্য করার অভিযোগ তুলে ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ের সামনে ওই কুশপুত্তলিকা দাহ করে। এ সময় জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, রাবেয়া বেগম, মুক্তা ইসলাম, মনোয়ার বেগম, চাঁদ সুতালানা ও আসতারি রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান গণমাধ্যমকে বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে অশোভন উক্তি করায় পাপিয়ার কুশপুত্তলিকা দাহ করা হলো। এরপর থেকে যখনই তাকে পাওয়া যাবে তখনই তাকে জুতাপেটা করা হবে।
