শ্যামলবাংলা স্পোর্টস : ঐতিহাসিক দ্বৈরথে বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচকে হারিয়ে ইউএস ওপেনের শিরোপা জিতলেন স্পেনের রাফায়েল নাদাল। সার্বিয়ার তারকা জোকোভিচকে ৬-২, ৩-৬, ৬-৪ ও ৬-১ গেমে একরকম উড়িয়ে দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ইউএস ওপেন জিতেছেন ২৭ বছর বয়সী নাদাল। এটি তার ১৩তম গ্র্যান্ড স্লাম শিরোপা।
৯ সেপ্টেম্বর সোমবার রাতে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোর আর্থার অ্যাশ স্টেডিয়ামে ২৩ হাজার দর্শককে মুগ্ধ করা টুর্নামেন্টের সবচেয়ে দীর্ঘ ৫৪ শটের ৩ ঘণ্টা ২১ মিনিট স্থায়ী হয় ওই ম্যাচ।
এর মধ্য দিয়ে ৫ বার ইউএস ওপেনের ফাইনালে উঠে ৪ বারই হেরে গেলেন জোকোভিচ। ম্যাচ শেষে নাদালকে অভিনন্দন জানিয়ে জোকোভিচ বলেন, সে খুব ভালো খেলেছে। জয় আর ট্রফিটা তারই প্রাপ্য ছিল। অন্যদিকে শিরোপা জেতার পর এক প্রতিক্রিয়ায় নাদাল বলেন, তিনি ভীষণ আবেগাক্রান্ত। নোভাকের বিপক্ষে খেলাটা সবসময়ই বিশেষ কিছু। তার মতো আর কেউই তাকে সীমার শেষ প্রান্তে নিয়ে যেতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
