শ্যামলবাংলা ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ডেকেছে প্রগতিশীল ছাত্রজোট। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে চট্টগ্রাম রেলস্টেশনে শাটল ট্রেন চলাচলে বাধা দেয় ছাত্রজোটের নেতাকর্মীরা। সেসময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে পিয়ার আহম্মেদ নামের এক রেল নিরাপত্তাকর্মীসহ ৫ জন আহত হয়েছেন। ওই ঘটনায় চবি ছাত্রফন্টের সভাপতি প্রবাল মজুমদারসহ ৩জনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
জানা যায়, চবি ২০১৩-২০১৪ সেশনে ভর্তি ফরমের মূল্য ৪শ থেকে বাড়িয়ে ৫শ টাকা করা হলে এরই প্রতিবাদে ডাকা ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ বন্ধ রয়েছে। তবে পরীক্ষাসমূহ যথারীতি চলছে। ধর্মঘটের সমর্থনে ক্যাম্পাসে কয়েক দফা মিছিল সমাবেশ হয়েছে।
চবি সহকারী প্রক্টর প্রণবেশ চৌধুরী জানিয়েছেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। একটি ছাড়া অন্যসব শাটল ট্রেন যথা সময়ে আসা-যাওয়া করছে।
