শ্যামলবাংলা স্পোর্টস : আগের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দেয়া ব্রাজিল এবার মুখোমুখি হচ্ছে শক্তিশালী পর্তুগালের। বাংলাদেশ সময় ১১ সেপ্টেম্বর বুধবার সকালে যুক্তরাষ্ট্রের বোস্টনে মুখোমুখি হবে ওই দুই দল। ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি আশা করছেন ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা কনফেডারেশন্স কাপের ফর্ম নিয়েই মাঠে নামবে।
গুরুত্বপূর্ণ ওই ম্যাচে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন ব্রাজিল কোচ। তরুণ ফরোয়ার্ড বার্নাড আর স্ট্রাইকার জোকেও পর্তুগালের বিপক্ষে খেলাতে পারেন স্কলারি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চোট পাওয়া লেফট ব্যাক মার্সেলোর জায়গায় শুরু থেকেই খেলতে পারেন ওই ম্যাচে বদলি হিসেবে নামা ম্যাক্সওয়েল। ডান গোড়ালির চোট থেকে সেরে মাঠে নামতে পারেন মিডফিল্ডার অস্কারও।
এদিকে চোটের কারণে এ ম্যাচে খেলতে পারবেন না পর্তুগালের উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো।
