স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুতের তারে জড়িয়ে আমজাদ আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে পৌর শহরের পূর্ব ছনকান্দা গ্রামে ওই ঘটনা ঘটে।
জানা যায়, শ্রীবরদী পৌর শহরের পূর্ব ছনকান্দা মহল্লার মৃত রাজু সেখের ছেলে আমজাদ আলী সোমবার দুপুরে অটোরিক্সার ব্যাটারী নিজ ঘরে চার্জ দিতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। পরে গুরুতর অবস্থায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে শ্রীবরদী থানার এসআই রহুল আমীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। তবে আমজাদ আলীর লাশ বিনা ময়নাতদন্তে দাফনের প্রস্তুতি চলছে।
