মোঃ ফরিদুজ্জামান, শেরপুর : শেরপুরের শ্রীবরদী উপজেলার পল্লীতে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। ৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় উপজেলার কাউনেরচর গ্রামে ওই ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হচ্ছেন হযরত আলীর ছেলে শফিকুল ইসলাম (৩০) ও কেরামত আলী (৫০), শাহাব উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (২৫), শাহা আলমের স্ত্রীর হনুফা বেগম (৩০), হযরত আলীর মেয়ে মঞ্জুরা বেগম (১৪), হানি শেখের ছেলে আ. আলীম (৩৫), মজিবরের স্ত্রী মরিচফুল (৩০), জসিম উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার (৫০)। আহতদের মধ্যে ৩ জনকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্য ৫ জনকে শেরপুর সদর হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে।
জানা যায়, শ্রীবরদী উপজেলার কাউনেরচর গ্রামের শফিকুল ইসলাম দীর্ঘদিন যাবত তার পিতার রেখে যাওয়া ১০ শতাংশ জমি ভোগদখল করে আসছে। কিছুদিন পূর্বে ওই জমি একই গ্রামের বর্গচাষী হানি শেখ ও মজিবরকে বর্গা চাষ করতে দেয় শফিকুল। এবার জমির মালিক নিজেই আবাদ করবে বলে বর্গাচাষীদের ওই জমিতে আবাদ না করার জন্য নিষেধ করলে তাদের মধ্যে বাগবিতন্ডা হয় এবং বর্গা চাষিরা হুমকি দিয়ে ওই জমি নিজেদের বলে দাবি করে। সোমবার জমির মালিকরা জমিতে চাষ করতে গেলে বর্গা চাষিরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে প্রকৃত মালিকদের উপর চড়াও হয়। ওই অবস্থায় ঘটনাটি উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ রিপোট লেখা পর্যন্ত কোন মামলা বা কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।
