ফারহানা পারভীন মুন্নী : শেরপুরের শ্রীবরদী উপজেলায় বসতঘরে ঢুকে ভজ গোপাল (৩২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার চাঞ্চল্যকর মামলায় আটক ৩ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার ৫ দিনের আবেদনের প্রেক্ষিতে ৯ সেপ্টেম্বর সোমবার সিনিয়র জুডিনিয়াল ম্যাজিষ্ট্রেট বুলবুল আহম্মেদ উভয় পক্ষের শুনানী শেষে তাদের একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এরা হচ্ছে নিহতের প্রতিবেশি ওরেন্দ্র মাষ্টারের স্ত্রী সাবিত্রী রানী, তার মেয়ে পাপিয়া ও আরেক প্রতিবেশি রতন মোদক। এদিকে ঘটনার ৫ দিন পরও গ্রেফতার হয়নি এজাহারনামীয় একমাত্র আসামী বা তার কোন সহযোগি। তবে পুলিশ আশা করছে, গ্রেফতারকৃত ৩ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদেই ঘটনার রহস্য উদঘাটিত হতে পারে।
উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ১১টার দিকে একদল মুখোশ পরিহিত দুর্বৃত্ত শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর মোদকপাড়া এলাকার বসতবাড়িতে প্রবেশ করে মাথায় গুলি করে হত্যা করে ব্যবসায়ী ভজ মোদককে। ঘটনার রাতেই পুলিশ আটক করে সাবিত্রী রানী, পাপিয়া ও রতনকে। ওই ঘটনায় নিহতের বড় ভাই বিপদ চন্দ্র মোদক বাদী হয়ে পাপন মোদকসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আটক ৩ জনকে গ্রেফতার দেখিয়ে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ শুক্রবার আদালতে সোপর্দ করা হয়।
