শ্যামলবাংলা ডেস্ক : ঝালকাঠীর নলছিটি উপজেলায় এক মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ৮ সেপ্টেম্বর রবিবার গভীর রাতে পশ্চিম দপদপিয়া গ্রামের ইব্রাহিম লস্করের বাড়িতে ওই ডাকাতি সংগঠিত হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে ৮/১০ জন মুখোশপরা ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে তারা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে নলছিটি থানার এসআই নিজামউদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
