শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর উত্তরায় মফিজুর রহমান (৩২) নামের এক গাড়িচালককে কুপিয়ে প্রাইভেটকার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ৯ সেপ্টেম্বর সোমবার সকালে ওই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মফিজুর উত্তরার তালুকদার গ্রুপের গাড়িচালক।
তালুকদারের গ্রুপের স্টোর ইনচার্জ জানান, সোমবার সকাল পৌনে ৭টার দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ১০ নম্বরে তালুকদার গ্রুপের পরিচালকের বাড়ির সামনে ওই প্রাইভেটকার ধোয়ামোছা করছিলেন মফিজুর। ওই সময় আরেকটি প্রাইভেটকারে করে ৩/৪জন ব্যক্তি সেখানে যান। তাঁরা মফিজুরের কাছ থেকে গাড়িটির চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মফিজুর তাদের বাধা দিলে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে আহত করে চাবি ছিনিয়ে নেন। এরপর তাঁরা প্রাইভেটকারটি চালিয়ে নিয়ে পালিয়ে যান।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
