শ্যামলবাংলা বিনোদন : উচ্চশিক্ষার জন্য লন্ডন যাচ্ছেন সংগীতশিল্পী নওমি। আর একারণে কিছুদিনের জন্য গান থেকে নিজেকে আড়াল করতে হবে। আগামী বছরের শুরুর দিকেই পড়াশোনা করতে লন্ডন পাড়ি জমাবেন তিনি।

এ প্রসঙ্গে নওমি জানান, গ্র্যাজুয়েশন করতেই লন্ডন যাচ্ছি। তবে একেবারে গান ছেড়ে দিচ্ছি না। পড়াশোনার পাশাপাশি হালকাভাবে গান-বাজনাও চালিয়ে যাব। তবে নিয়মিত চর্চাটা হয়তো করতে পারব না। লন্ডনের বড় কোনো প্রতিষ্ঠান থেকে মিউজিকের উপর শিক্ষাগ্রহণ করার ইচ্ছাও রয়েছে তার বলে জানান তিনি।
গত বছর সিডি চয়েসের ব্যানারে নওমির প্রথম একক অ্যালবাম ‘নাওমি’ প্রকাশিত হয়। এ্যালবামটি বেশ জনপ্রিয়তা পায়। এরপর জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইবরার টিপুর সঙ্গে ‘ভেবে ভেবে’ ও মাহমুদ সানীর সঙ্গে ‘হৃদয়ের গল্প’ শীর্ষক দ্বৈতগানের মাধ্যমে বেশ আলোচনায় উঠে আসেন তিনি। চলতি বছর ঈদে রিপন মিয়ার ‘হারানো সুর’ নাটকে অভিনয় করে তিনি অভিনয়ের খাতায়ও নাম লেখান।
এদিকে নওমি তার দ্বিতীয় একক অ্যালবামের কাজও ইতোমধ্যে শুরু করে দিয়েছেন। বিভিন্ন সঙ্গীত পরিচালকের সুর-সঙ্গীতে অ্যালবামটি তৈরি হচ্ছে। এব্যাপারে নওমি জানান, লন্ডনে যাওয়ার আগেই অ্যালবামটি অডিও আকারে প্রকাশ করে যাওয়ার চিন্তা করছি। তাছাড়া মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমেও প্রকাশের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি মুঠোফোন প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে আলোচনা হচ্ছে।
