শ্যামলবাংলা ডেস্ক : সিরিয়া-তুরস্ক সীমান্তবর্তী এলাকায় একটি বড় ধরনের বিস্ফোরণের পরপরই তুরস্কের দিয়ারবাকির বিমানঘাঁটি থেকে তুর্কি সামরিক বাহিনী কয়েকটি এফ-১৬ জঙ্গিবিমান উড়িয়েছে। ৮ সেপ্টেম্বর রবিবার ব্লুমবার্গ বার্তা সংস্থার বরাত দিয়ে তুরস্কের সাবাহ পত্রিকার খবরে প্রকাশ বিস্ফোরণের পর যুদ্ধবিমানগুলোকে সিরিয়া সীমান্তে পাঠানো হয়।
তুরস্কের মিল্লিয়েত পত্রিকা জানিয়েছে, সিরিয়া সীমান্তের কাছে সারমাদে গ্রামে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে মনে করা হচ্ছে
ওই বিস্ফোরনের পরপরই সীমান্তবর্তী হাসপাতালগুলোকে সম্ভাব্য হাতহতদের চিকিতসা দেয়ার জন্য প্রস্তুত রাখা হয়। উল্লেখ্য, চলতি সপ্তাহের প্রথম দিক থেকে তুরস্ক সীমান্তে সেনা শক্তি বাড়িয়েছে।
