স্টাফ রিপোর্টার : ‘অহন রিসকা দিয়া ভাড়া খাটাইয়া দুইবেলা খাইয়া-পইরা বাচমু’- এই উক্তি শেরপুর সদর উপজেলার গাজীরখামার চকপাড়া গ্রামের হতদরিদ্র শ্রমিক আলতাব আলীর (৫৫)। শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, শেরপুর-১ (সদর) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক ৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগের চকবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে শেরপুর সদর উপজেলা ও পৌরসভার হত দরিদ্র শ্রমিকদের মাঝে ৯টি রিক্সা বিতরণ করেন। বিতরণকৃত একটি রিক্সা পেয়েছেন হতদরিদ্র শ্রমিক আলতাব আলী। রবিবার বিকেলে দলীয় কার্যালয়ে আসা আলতাফ আলী ওই রিক্সা পাওয়ার প্রতিক্রিয়ায় শ্যামলবাংলাকে জানান, ‘আমি সারা জীবন বঙ্গবন্ধুর নৌকায় ভোট দিয়া আইছি। নির্বাচন আইলে আমি নিজের রিক্সায় ঘুইরা ঘুইরা আওয়ামী লীগের নৌকার জন্য ভোট চাই। কোন সময় কোন কিছু চাই নাই। কিন্তু এমপি সাহেব নিজেই ইচ্ছা কইরা আমারে এই রিক্সাডা দিছে। তাই আমি খুব খুশি।’ আলতাফ আলীর মত অন্য ৮ জনও বেজায় খুশি সাংসদ আতিকের বদান্যতায় ওই রিক্সা পেয়ে।
উল্লেখ্য, শনিবার রিক্সা বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম মুকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাছ আলী, জেলা যুবলীগ সভাপতি, কামারেরচর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবীব, আব্দুল্লা আল মামুন প্রমুখ।
