স্টাফ রিপোর্টার : শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ৮ সেপ্টেম্বর রবিবার সকালে কালেক্টরেট চত্ত্বর থেকে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধিদের সমন্বয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
পরে শিল্পকলা একাডেমীতে এডিসি জেনারেল অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ইউএনও আইরিন ফারজানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক,সৈয়দ মোক্তার হোসেন, শিব শংকর কারুয়া প্রমূখ।