ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। ৮ সেপ্টেম্বর রবিবার এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। র্যালিতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এনজিও কর্মীরা অংশ নেয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু ওবায়েদা আলী’র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, বেসরকারী উন্নয়ন সংস্থা পিদিম ফউন্ডেশনের ম্যানেজার শাহ জাহান আলী।
