ইয়ানুর রহমান, যশোর : বিএসএফের কাছে দেশীয় তথ্য পাচার করার অভিযোগে আশানুর (৩০) নামে এক যুবককে শুক্রবার দুপুরে আটক করেছে বিজিবি সদস্যরা। সে শার্শা উপজেলার হরিচন্দ্রপুর গ্রামের কাওছার আলীর ছেলে।
শার্শা সীমান্তের ২৩ ব্যাটালিয়নের গোঁগা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার সামছুর রহমান জানান, বিজিবির কাছে তথ্য ছিল আশানুর দীর্ঘদিন যাবদ বাংলাদেশ সীমান্তের বিভিন্ন তথ্য ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে মোবাইলের মাধ্যমে পৌঁছে দিত। ওই তথ্যের ভিত্তিতে আশানুরের উপর বেশ কিছুদিন ধরে নজরদারি করে আসছিল বিজিবি। শুক্রবার দুপুরে তাকে বিএসএফের গোয়েন্দার সাথে মোবাইলে কথা বলার সময় হাতেনাতে আটক করা হয়। তার কাছে ভারতীয় মোবাইলের সিম পাওয়া যায়। যা ব্যবহার করে সহজে ভারতীয় গোয়েন্দারের সাথে যোগাযোগ করতো দেশীয় গুপ্তচর আশানুর। তাকে বিকেলে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
