শ্যামলবাংলা ডেস্ক : টাঙ্গাইলের ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বাঐখোলা এলাকায় ট্রাকের ধাক্কায় আজিম উদ্দিন (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছে। ৮ সেপ্টেম্বর রবিবার সকালে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আজিমউদ্দিনের বাড়ি বাঐখোলা গ্রামে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, সকালে আজিমউদ্দিন সড়ক দিযে হাঁটছিলেন। ওইসময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে পুলিশ ফাড়িতে নিয়ে গেছে।
