শ্যামলবাংলা ডেস্ক : ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে বিএসএফের হাতে আটক হয়েছেন এক বাংলাদেশি যুবক। ৭ সেপ্টেম্বর শনিবার রাতে মহেশপুর সীমান্তের ওপারে গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে। আটক সাইদুর রহমান ডাকাতিয়া গ্রামের মইনুদ্দিনের ছেলে।
এ ব্যাপারে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান জানান, সাইদুর রহমান গরু আনতে ভারত গেলে রাত ১১টার দিকে জিরো লাইন থেকে ভারতের দুই কিলোমিটার ভেতরে ফতেপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। বিএসএফের বরাত দিয়ে তিনি আরও বলেন, আটক বাংলাদেশিকে নদীয়া জেলার হাঁসখালী থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য যোগাযোগ করা হয়েছে।
