শ্যামলবাংলা স্পোর্টস : ১৬ বছর পর ব্রাজিলের কাছে সর্বাধিক গোলের ব্যবধানে হারল অস্ট্রেলিয়া। ১৯৯৭ সালের কনফেডারেশন্স কাপের পর এই প্রথম ৬ গোলের বিশাল ব্যবধানে শনিবার এস্তেদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে সকারুদের বিপক্ষে ৬-০ গোলে জয় পেয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
জো প্রথমার্ধে জোড়া গোল করেন। দ্বিতীয়ার্ধে নেইমার, র্যামিরেস, পাতো ও লুইজ গুস্তাভোও স্কোরশিটে নাম লেখান। ম্যাচে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের কোনো ভয়ই ধরাতে পারেনি সকারুরা। তাদের রক্ষণভাগকে এলোমেলো করে বারবারই আক্রমণ চালিয়েছে লুইস ফেলিপ্পে স্কলারি শিষ্যরা।
গোলের দেখা পাওয়া যায় ৮ মিনিটে। নেইমারের ক্রস থেকে বার্নার্ড পাস দেন জোকে। দারুণ এক গোল করেন তিনি। ৩১ মিনিটে অস্ট্রেলিয়া অধিনায়ক লুকাস নেইলকে ফাঁকি দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন জো। ২২ মিনিটে ৩ জন ডিফেন্ডারকে কাটিয়ে গোলের দারুণ সুযোগ পেলেও ব্যর্থ হন নেইমার। তবে ৩৫ মিনিটে গোলরক্ষক মার্ক শোয়ার্জারকে কাটিয়ে তৃতীয় গোল করেন এই বার্সেলোনা ফরোয়ার্ড। ৪১ ম্যাচে নেইমারের এটি ২৫তম আন্তর্জাতিক গোল। দ্বিতীয়ার্ধে ম্যাক্সওয়েলের পাস থেকে র্যামিরেসের গোলে ৫৮ মিনিটে ৪-০ তে এগিয়ে যায় সেলেসাওরা। ৭১ মিনিটে নেইমারের বাড়িয়ে দেওয়া বলে পাতো গোল করেন। আন্তর্জাতিক ম্যাচে গোলপোস্টের নিচে এই প্রথম শোয়ার্জারকে ৪ গোলের বেশি হজম করতে হলো। ৮১ মিনিটে শেষ ও সেরা গোলটি করেন লুইজ গুস্তাভো।