শ্যামলবাংলা স্পোর্টস : ২০২০ সালের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে জাপানের রাজধানী টোকিওতে। ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গোপন ভোটে মাদ্রিদ এবং ইস্তাম্বুলকে পেছনে ফেলে প্রথম বারের মতো টোকিওকেই বাছাই করেছে। বুয়েন্স-আয়ার্সে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় টোকিও পেয়েছে ৬০টি ভোট আর ইস্তাম্বুল ৩৬টি।
জাপানকে ওই দায়িত্ব দেওয়ায় জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও বিশ্ব জনসমাজকে ধন্যবাদ জানিয়েছেন। আবে বলেছেন, তিনি বিধ্বংসী ভূমিকম্পের পরে গোটা বিশ্বের সমর্থন অনুভব করছেন।
