শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ বিমানের বিশেষ হজ ফাইট শুরু হয়েছে। ৭সেপ্টেম্বর শনিবার প্রথমদিনে ৩টি ফাইটে ৫৮০ জন যাত্রা করেছেন।

শনিবার দুপুর ১টা ৪০ মিনিটে বিজি-৫০১১ ফাইটে ৫৮০ জন, বিকেল ১৬.৩০ টায় ৩১০ জন, সন্ধ্যা ১৯.৪০ টায় ৫৪২ জন মক্কার উদ্দেশ্যে রওয়ানা করেছেন।
তাছাড়া ৫৪২ যাত্রীর ধারণ মতাসম্পন্ন বোয়িং-৭৪৭ মডেলের বিমান ভাড়া করা হয়েছে হজ যাত্রীদের পরিবহনের জন্য।
