স্টাফ রিপোর্টার : শেরপুরে ৪৫ পিস ইয়াবাসহ শিপন (২৮) নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৭ সেপ্টেম্বর শনিবার ভোররাতে সদর উপজেলার সাপমারী গ্রামের বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে স্থানীয় বুরুজ আলীর ছেলে।
শেরপুর সদর থানার ওসি মাজহারুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই যুবককে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে।




