শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি পুকুরে ডুবে এক ‘ব্রিটিশ’ নাগরিকের মৃত্যু হয়েছে। ৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে বাকৃবি ক্যাম্পাসের বায়তুল-আমান মসজিদের পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে মারা যান মাওলানা আতিফ মোহাম্মদ (৩০)। তিনি তাবলিগ জামাতের একটি দলের সঙ্গে ইংল্যান্ড থেকে ওই মসজিদে যান বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সারোয়ার জানান, বিকালে কয়েকজন সঙ্গীসহ আতিফ গোসল করতে নামেন মসজিদের পুকুরে। এক পর্যায়ে হঠাৎ আতিফ ডুবে গেলে সঙ্গীরা স্থানীয় লোকজনকে জানান। পরে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল মাওলানা আতিফকে অচেতন অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।