
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকুড়ি শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করে। ৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে ওই ঘটনা ঘটে। স্থানীয় পূঁজারীরা শনিবার সকালে মন্দিরে পূজা করতে গিয়ে দু’টি প্রতিমা ভাঙ্গা দেখতে পান।
সার্বজনীন পূজা কমিটির সভাপতি মদন মোহন সরকার জানান, শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা এই মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে। প্রতিমা ভাংচুরের ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে।
খবর পেয়ে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ভূইয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করিম, ওসি তদন্ত ইমারত হোসেন ও এসআই আব্দুল হান্নান ঘটনাস্থলে পরিদর্শন করেন। ঘটনার সত্যতা স্বীকার করে ওসি তদন্ত ইমারত হোসেন বলেন, শুক্ররাব রাতে কে বা কারা ওই ঘটনা ঘটিয়েছে এখনও তা সুনির্দিষ্ট নয়। প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে।
