ইউসুফ আলী মন্ডল, নকলা (শেরপুর) : বাংলা-ভুটান ভায়া ভারত ট্রানজিট রোড নির্মাণ পরিকল্পনার আওতায় সড়ক ও জনপদ বিভাগের অধীনে শেরপুরের নকলা-নালিতাবাড়ী এলাকায় প্রায় ৩শ কোটি টাকার উন্নয়নকাজ চলছে।
জানা যায়, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) এলাকার সংসদ সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর চেষ্টায় সওজ বিভাগের আওতায় ওইসব উন্নয়নকাজ হাতে নেওয়া হয়েছে। ওইসব উন্নয়ন প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পটি হচ্ছে সাড়ে ২৯ কিমি দৈর্ঘ্যরে নকলা-নাকুগাঁও সীমান্ত সড়ক নির্মাণ। কেবল এ প্রকল্পটি বাস্তবায়নেই ব্যয় হচ্ছে ২শ ৩৯ কোটি টাকা। ইতোমধ্যে এ প্রকল্পটির নালিতাবাড়ী অংশের কাজ শুরু হয়েছে। এছাড়া প্রায় ৪০ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে সাড়ে ১২ কিমি দৈর্ঘ্যরে নকলা বাইপাস সড়ক নির্মাণ, ১৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে সন্ধাকুড়া-হাতিপাগার ধানুয়া কামালপুর সীমান্ত সড়কের ১০ কিলোমিটার অংশে চেল্লাখালি নদের উপর ১৬১.৫৪ মিটার দৈর্ঘ্যরে বুরুঙ্গা পিসি গার্ডার সেতু নির্মাণকাজ বাস্তবায়ন হয়েছে।
এদিকে নকলা বাইপাস সড়ক উন্নয়নের মাধ্যমে নকলার যানযট কমিয়ে উত্তরাঞ্চলের ৬৫টি গ্রামের যাতায়াত পথ সহজ হবে। বাইপাস সড়কের দু’পাশে হাটবাজার গুলোতে ব্যবসা-বাণিজ্য করে বেকারত্ব দূরীকরণে এক মহিসোপান রচিত হবে বলে আশা করা হচ্ছে।
এ ব্যাপারে শেরপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী শোয়েব আহমেদ জানিয়েছেন, ওইসব প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ শেষ হলে নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর হয়ে ভারত ও ভূটানের সাথে আন্তর্জাতিক বাণিজ্য যোগাযোগের েেত্র বিরাট সহায়ক হবে। যার ফলে দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে ইতিবাচক প্রভাব পড়বে।