নকলা (শেরপুর) সংবাদদাতা : পাচারকালে ১শ বস্তা ইউরিয়া সার আটক করা হয়েছে শেরপুরের নকলায়। ৬ সেপ্টেম্বর শুক্রবার ময়মনসিংহ-নকলা মহাসড়কের তেঘুড়িয়া এলাকা থেকে ওই সার আটক করে নকলা থানা পুলিশ। ওই ঘটনায় নকলা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। তবে শনিবার পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় চলছে।
জানা যায়, নকলা বাজারের সার ডিলার শহিউল্লাহ্ আবুর দোকান থেকে ওই সার মোস্তাফিজুর রহমান নামে এক ক্রেতা ফুলপুর সদরে ট্রলিযোগে নিয়ে যাওয়ার সময় শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে নকলা থানার এসআই সহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল। পরে ট্রলিসহ তা জব্দ করে থানায় নিয়ে গেলেও কৌশলে কেটে পড়ে ট্রলিচালক হাবিবুর রহমান। ওই ঘটনায় রাতে সার ডিলার শফিউল্লাহ আবু, ট্রলিচালক হাবিবুর রহমান ও কথিত ক্রেতা মোস্তাফিজুর রহমানকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু হয়।
শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন শিকদার ওই ঘটনায় মামলা রুজুর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
