ফরিদুজ্জামান, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়ার কুতুবপুর গ্রাম থেকে ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে হেরোইনসহ মাহবুব আলম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মাহবুব আলম পৌরশহরের সাতানী শ্রীবরদীর মৃত টেবারু তালুকদারের ছেলে । তার বিরুদ্ধে শ্রীবরদী থানায় মাদক সহ চাদাবাজী, সন্ত্রাসী, ভূমি দখল, বিশেষ ক্ষমতা আইন সহ প্রায় ডজন খানেক মামলা হলেও আইনের চোখে ফাকি দিয়ে বারবার জামিনে বের হয়ে পুনরায় ওইসব কাজে ব্যাপক ভাবে লিপ্ত হয়। তার বিরুদ্ধে মাদকসহ অন্যান্য ৬টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এ ব্যাপারে আটককারী শ্রীবরদী থানার এস,আই আবুল কালামকে ঘটনার সত্যতা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি তা স্বীকার করেন।
