শ্যামলবাংলা ডেস্ক : এবার সরকারকে হুশিয়ারী দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, ঈদের পর চলমান আন্দোলনকে তীব্রতর করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হবে। তিনি ৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় সরকারকে উদ্দেশ্য করে ওই কথা বলেন।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, সরকার সংবিধানকে দলীয় সংবিধানে পরিনত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, এখনো সময় আছে তত্ত্বাবধায়ক বা নির্দলীয় যে নামেই হোক না কেন সংবিধান সংশোধন করে নির্বাচনের ব্যবস্থা করুন। নতুবা দেশে কোনো নির্বাচন হবে না। বিএনপি ও ১৮ দলীয় জোট তা হতে দেবে না।
ঈদের পর সরকার পতন আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আটটি জনসভা থেকে প্রস্তুতি নেয়া হবে। জনসভার জনসমাগম দেখে সরকার নির্দলীয় সরকার দিতে বাধ্য হবে।তিনি মন্তব্য করেন, আন্দোলন যেমন নির্বাচনের অংশ, তেমনি নির্বাচনও আন্দোলনের অংশ।
