শ্যামলবাংলা ডেস্ক : ভারতীয় লেখিকা সুশ্মিতা ব্যানার্জিকে হত্যা করেছে আফগানিস্তানের তালেবানরা। ভারতের টাইমস অফ ইন্ডিয়ার খবরে প্রকাশ কাবুলের বাসভবন থেকে তাকে টেনে বার করে গুলিতে ঝর্ঝরিত করে হত্যা করা হয়েছে। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গভীররাতে পাগড়ি পরিহিত কিছু লোক ৪৯-বছর বয়স্ক লেখিকাকে বাসভবন থেকে টেনে বের করে গুলিতে ঝর্ঝরিত করে। স্বাস্থ্যরক্ষা ও মহিলাদের অধিকার রক্ষার ক্ষেত্রে তার কর্মকান্ড. ইতপূর্বে তালিবানদের খপ্পর থেকে পালিয়ে বাঁচার কাহিনী লিখে সুশ্মিতা তালিবানদের রোষের কারণ হয়েছিলেন। সেই গল্পের ভিত্তিতে ২০০৩ সালে বলিউডে চলচিত্র তৈরী হয়েছিল. সুশ্মিতা ব্যানার্জি এক আফগানি ব্যবসায়ীকে বিবাহ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তবে ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেননি.