শ্যামলবাংলা ডেস্ক : মুক্তিযুদ্ধের চেতনা তথা সংবিধান নস্যাৎ করে দেশকে পুরোপুরি তালেবানী রাষ্ট্র বানানোর লক্ষ্যে সারাদেশে সহিংস সাম্প্রদায়িক তান্ডব সৃষ্টিকরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য অভিযুক্তদের চলমান বিচার প্রক্রিয়া নস্যাৎ করার উদ্দেশ্যে জামাত-শিবির, হেফাজতিরা বিএনপির সমর্থনে যে অপতৎপরতা চালাচ্ছে তা প্রতিহত করে দেশে দুনীর্তিমুক্ত জবাবদিহিমূলক সুশাসন নিশ্চিত করার প্রত্যয়ে জনমত সংগঠিত ও সক্রিয় করে তোলার উদ্দেশ্যে ৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চ’র দ্বিতীয় কনভেনশন। এতে প্রতিবেশি বিভিন্ন দেশের প্রতিনিধি এবং দেশবরেন্য বুদ্ধিজীবি, পেশাজীবি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
