রেজাউল করিম বকুল/মোঃ ফরিদজ্জামান, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর মোদকপাড়া গ্রামে বসতঘরে ঢুকে ভজ গোপাল মোদক (৩২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৪ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। ওই ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে সাবিত্রী মদক, সাবিত্রীর ছোট বোন পাপিয়া মদক ও তাদের প্রতিবেশি রতন মোদক। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা যায়, শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ভজ গোপাল মোদক বুধবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পর একদল দুর্বৃত্ত মুখোশ পরে তার বাড়িতে হামলা করে। দুর্বৃত্তরা প্রথমে নিহতের বড়ভাই সুপ্রদ মোদকের ঘরে প্রবেশ করে। পরে ভজ মোদকের ঘরে জোরপূর্বক প্রবেশ করে তার স্ত্রী স্মৃতি রানী মোদক ও তার মেয়ের সামনে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে ভজ মোদককে। গুলির বিকট শব্দে পার্শ্ববর্তী লোকজন ঘটনাস্থলে এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
নিহতের স্ত্রী স্মৃতি রানী মোদক জানান, তাদের প্রতিবেশি পাপন মোদকদের সাথে দীর্ঘদিন যাবত জমি-জমাসংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে কয়েকদিন আগে তাদের মধ্যে গ্রাম্য শালিস হয়। এতে পাপন মোদক তাদেরকে মেরে ফেলার হুমকি দেয়। তিনি বলেন, ঘটনার সময় আমি পাপনকে চিনতে পেরেছি। নিহতের বড় ভাই সুপ্রদ মদক বলেন, প্রথমে ডাকাত মনে করেছিলেন। দুর্বৃত্তরা প্রথমে তার ঘরে যায়। পরে তাকে না মেরে তার ছোট ভাইকে গুলি করে হত্যা করে। ওইসময় তিনি বাধা দিতে গেলে দুর্বৃত্ত পাপন ও তার সহযোগিরা তাকেও গুলি করা হবে বলে ভয় দেখিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ওই ঘটনায় বৃহস্পতিবার সকালে শেরপুরের পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার ও শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে ওই ঘটনায় নিহতের পরিবারে নেমেছে শোকের ছায়া। তার বৃদ্ধ মা অনুপমা রানী মোদক এখন শোকে নির্বাক। বজ মোদকের শিশু কন্যা বর্ষা মোদক (৬) ও স্মৃতি রানী মোদক ও তার স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠছে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়াও ঘটনাটির সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

