ইয়ানুর রহমান : যশোরের শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ায় জাহাজ থেকে ইউরিয়া সারের বস্তা মাথায় নিয়ে নামার সময় ভৈরব নদে পড়ে এনায়েত করিম (৪৫) নামের এক হ্যান্ডলিং শ্রমিকের মৃত্যু হয়েছে। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টার সময় নওয়াপাড়া নদী বন্দরের বেঙ্গলগেট এলাকার কওছার দপ্তরীর ঘাটে এ ঘটনা ঘটে। ডুবুরীরা অনেক চেষ্টা করে বিকেল ৫টায় জাহাজের নিচ থেকে তার লাশ উদ্ধার করেছে। ওই ঘটনার প্রতিবাদে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নওয়াপাড়ায় অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার লোড আনলোড বন্ধ করে দিয়েছে।
জানা গেছে, অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্য মনিরামপুর উপজেলার সাপুড়ে নারাজের ছেলে এনায়েত করিম বৃহস্পতিবার সকাল থেকে নওয়াপাড়া নদী বন্দরের বেঙ্গল গেট এলাকার কওছার দপ্তরীর ঘাটে জাহাজ থেকে নওয়াপাড়া বাজারের মেসার্স দেশ ট্রেডিং এর ইউরিয়া সার আন-লোড করছিল। বেলা এগারোটার সময় ইউরিয়া সারের বস্তা মাথায় নিয়ে নীচে নামার সময় পা পিছলে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় সে। প্রায় ৬ ঘন্টা খোজা-খুজির পর বিকেল ৫টায় জাহাজের নিচ থেকে তার মৃত দেহ উদ্ধার করা হয়। ওই ঘটনার পর নওয়াপাড়ার হ্যান্ডলিং শ্রমিকরা তাদের সুষ্ঠু কর্ম পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে অনির্দিষ্টকালের জন্য লোড-আনলোড বন্ধ করে দেয়।
এ ব্যাপারে অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি নেছার উদ্দিন শ্যামলবাংলাকে জানান, তাদেরকে নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে মান্ধাতার আমলের কাঠের সিঁড়ি বেয়ে জাহাজ থেকে মাল লোড-আনলোড করতে হয়। ঘাটগুলোর আধুনিকায়নেও নদী বন্দর কর্তৃপক্ষের কোন মাথা ব্যাথা নেই। ফলে প্রায়ই তাদেরকে এরকম দূর্ঘটনার মুখোমুখি হতে হয়।
